শুক্রবার(১৩সেপ্টেম্বর) ইতালির রোম শহরের রাস্তায় দুই হাজার ইউরোসহ একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বাংলাদেশি তরুণ মুসান রাসেল। কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে বিশ্বব্যাপি আলোচনায় এখন এই বাংলাদেশি তরুণ।
সৎ এই তরুণকে সততার পুরস্কার দিতে চাইলে তিনি তা সবিনয়ে প্রত্যাখ্যান করেন। ইতালির স্থানীয় পুলিশের সহয়তায় প্রকৃত মালিককে ফেরত দেন ইউরো ভর্তি ম্যানিব্যাগ ।
এর পর মুসানকে নিয়ে ব্যাপক আলোচনা হয় ইতালির গণমাধ্যমে। ছবিসহ রাসেলের সাক্ষাৎকার ছাপানো হয় ইতালির লা রিপাবলিকা পত্রিকায়। সেখানে তিনি সবিস্তারে বর্ণনা করেছেন পুরো ঘটনা।
সততার জন্য রাসেলকে ধন্যবাদ জানানো হলে তিনি বলেন, “আমি অসাধারণ কিছু করি নাই। টাকাগুলো আমার না।”
রোববার ইতালীয় দৈনিক লা রেপোবলিকাকে রাসেল বলেন, “মানিব্যাগে কতো ছিল তা আমি জানতাম না, কারণ গুণে দেখিনি। আমি যা পেয়েছি সব নিয়ে শুধু (পুলিশ) স্টেশনে জমা দিয়েছি।
“এটা সৎ হওয়ার বিষয়, আমার পরিবার আমাকে এমন শিক্ষাই দিয়েছে।”
মানিব্যাগটিতে টাকা ছাড়াও কয়েকটি ক্রেডিট কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি ব্যক্তিগত পরিচয় পত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
সাত বছর ধরে রাসেল রোমে বাস করেন। নগরীর কেন্দ্রস্থলে ছোট একটি দোকান চালান তিনি।
রাসেল জানিয়েছেন, মানিব্যাগের মালিক যদি তার দোকানে আসে এবং সব সময় তার দোকান থেকে কেনাকাটা করে তাহলে খুশি হবেন তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত