একটি ছাগলের আটটি বাচ্চা প্রসব

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সুরুজ পাড়া এলাকায় একটি ছাগল একসঙ্গে আটটি বাচ্চা প্রসব করেছে। শনিবার দুপুর ১২টায় বিস্ময়কর এ ঘটনা অবতারণা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সুরুজ পাড়ার মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগল একসঙ্গে আটটি বাচ্চা দিয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান।
এমনটি কখনও দেখেননি মন্তব্য করে স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া বলেন, আমার বয়স তো আর কম হলো না। কিন্তু এরকম ঘটনা কখনও দেখিনি, শুনিওনি। আমরা তো দেখে সবাই অবাক বনে গেলাম।
ছাগলটির মালিক মোসলেম উদ্দিন বলেন, আমার ছাগলটি একসঙ্গে আটটি বাচ্চা দিয়েছে এবং এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ আছে। একনজর দেখার জন্য লোকজন ভিড় করছে।

হাতিবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, একটি ছাগলের একসঙ্গে আটটি বাচ্চা হওয়ার ঘটনা বিরল। সকল প্রাণির ক্ষেত্রে ডিম্বাশয়ে যতগুলো ডিম্বানু বেঁচে থাকে ততগুলো বাচ্চা জন্ম নেয়। ছাগলটির ক্ষেত্রেও এমনটি ঘটছে।

শেয়ার করুন