প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলায় ২৪জন নিহত আফগানিস্তানে

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি নির্বাচনী সমাবেশের বাইরে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে এ হামলার ঘটনা ঘটে।

দ্বিতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় আসতে ঘানি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন : ভাইরাল ভিডিওটি ভূয়া, মামলা করলেন মেহজাবীন
আরো পড়ুন : নির্বাচন কমিশনের কর্মচারীসহ ৩জন আটক চট্টগ্রামে

পারওয়ান হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাসের সাঙ্গিন বলেন, হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নিহতদের অধিকাংশকে বেসামরিক বলে মনে হচ্ছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সগুলো কার্যকর আছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, মোটরবাইকে এক বোমা হামলাকারী এসে সমাবেশের সামনের প্রথম তল্লাশিচৌকিতে বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এতে আশরাফ ঘানি অক্ষত রয়েছেন।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এছাড়া মধ্য কাবুলে আরেকটি বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনাটি যখন ঘটে তখন ঘানি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।