জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, জিতলেই ফাইনাল খেলবে টাইগাররা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মিরপুর অধ্যেয়ের পর চট্টগ্রামে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে চলে যাবেন টাইগাররা। এমনটি ঘটলে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে জিম্বাবুয়ে।
এখন পর্যন্ত সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে তিন দলই। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আফগানিস্তান। ফলে তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। কোনো জয় না পাওয়ায় টেবিলের তলানিতে জিম্বাবুয়ে।

বুধবার(১৮সেপ্টেম্বর) জিম্বাবুয়েকে হারাতে পারলে ৪ পয়েন্ট হবে সাকিব বাহিনীর। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার ছাড়পত্র পাবেন সাকিবরা। কারণ পরের ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও সান্ত্বনার ২ পয়েন্ট নিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে।
এ ব্যাপারে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, মাঠে ছোট ছোট বাধার সম্মুখিন হয় বাংলাদেশ। ওগুলো কাটিয়ে উঠতে পারলেই জিতবে বাংলাদেশ।

নিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। মুশফিককে নিয়ে খড়িবাজি খেলাও মানায় না। চার বোলার নিয়ে খেলা মানেই রক্ষণাত্মক মানসিকতা। যার খেসারত শেষ ১০ ওভারে দিতে হয়েছে বাংলাদেশকে।
সাকিব বলেন, শেষ ১০ ওভারের জন্য হেরেছে তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মতে, প্রথম ১০ ওভারে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। পরের ১০ ওভারে ওরা ১০০ রানের ওপরে তুলে ফেলেছে। ব্যাটে পরে আমরা ওই রান তাড়া করার মতো খেলতে পারিনি। ম্যাচের ১৮তম ওভারে সৌম্য সরকার ২২ রান দিয়েছেন। কিন্তু সাকিব মনে করছেন ১৯তম ওভারে সাইফউদ্দিনের করা নো বলটা ক্ষতি করে দিয়েছে বাংলাদেশের, ‘আমি মনে ওই নো বলটার মাশুল দিতে হয়েছে আমাদের। ওই ওভারে ১৭ রান দিয়ে ফেলি আমরা। ওটাই আমাদের মোমেন্টাম বদলে দিয়েছে।’

ব্যাটিং নিয়ে সাকিব আরো বলেন, ‘আমরা ভালো একটা শুরু চেয়েছিলাম। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু দূভাগ্যবশত আমরা তা পারিনি। গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে রান করতে পারিনি। আমরা অনেক বেশি অতিরিক্ত রান দিয়ে ফেলেছি। আমাদের মাঠে ছোট ছোট বাধাগুলো কাটিয়ে উঠতে হবে।’

শেয়ার করুন