নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিয়াইখোলা এলাকায় একই পরিবারের তিন সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিয়াইখোলার বাসীন্দা আনোয়ার হোসেনের বাড়ির ৬ তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসরিন (২৭) ও তার দুই শিশু সন্তান নুসরাত (৬) ও খাদিজা (২)। এছাড়া অজ্ঞাত একটি শিশুকে গলা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক,পরিদর্শক আজিজুল হক ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত