চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রাউজানের স্কুল ছাত্রের মৃত্যু, আহত ৩

নিহত শাহেদুর রহমান

চট্টগ্রাম : মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহেদুর রহমান সাহেদ (১৫) নামের রাউজানের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটায় হাটহাজারী উপজেলার পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত এয়া গাউসুল আজম (দ.) সুন্নী কনফারেন্স থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফটিকা গ্রামের সুবেদার পুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার আলহাজ্ব মফিজুর রহমানের দ্বিতীয় পুত্র ও রাউজান স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কয়েকজন যাত্রী মাহফিল শেষে বাড়ি ফেরার জন্য সুবেদার পুকুর পাড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি নম্বরবিহীন জীপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রন হারিয়ে এসব যাত্রীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহেদুর রহমান সাহেদ নিহত ও আরো ৩ জন আহত হন। আহতরা হলেন রাউজানের বাসিন্দা মো. শরিফের পুত্র মো. ইমন (১৭), রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবু মোহাম্মদের পুত্র ও রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসার আলীম পরিক্ষার্থী হাফেজ কাজী মুহাম্মদ রায়হান উদ্দিন (১৯) ও হাটহাজারী উপজেলার বাসিন্দা জনৈক মুহাম্মদ মিয়ার পুত্র মো. রেজাউল করিম (২০)।

আহতদের চমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিহত শাহেদ দুই ভাই-দুই বোনের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো বিদায় জানাতে শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। রোববার বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মাজেদ মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, একটি নম্বরবিহীন লক্কর-ঝক্কর জীপ রাস্তার পাশে লোকজনকে ধাক্কা দেয়। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পর মাহফিলে আসা লোকজন চালককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক জীপটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন