[caption id="attachment_4762" align="alignleft" width="300"]
নিহত শাহেদুর রহমান[/caption]
চট্টগ্রাম : মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহেদুর রহমান সাহেদ (১৫) নামের রাউজানের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটায় হাটহাজারী উপজেলার পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত এয়া গাউসুল আজম (দ.) সুন্নী কনফারেন্স থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফটিকা গ্রামের সুবেদার পুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার আলহাজ্ব মফিজুর রহমানের দ্বিতীয় পুত্র ও রাউজান স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কয়েকজন যাত্রী মাহফিল শেষে বাড়ি ফেরার জন্য সুবেদার পুকুর পাড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি নম্বরবিহীন জীপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রন হারিয়ে এসব যাত্রীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহেদুর রহমান সাহেদ নিহত ও আরো ৩ জন আহত হন। আহতরা হলেন রাউজানের বাসিন্দা মো. শরিফের পুত্র মো. ইমন (১৭), রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবু মোহাম্মদের পুত্র ও রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসার আলীম পরিক্ষার্থী হাফেজ কাজী মুহাম্মদ রায়হান উদ্দিন (১৯) ও হাটহাজারী উপজেলার বাসিন্দা জনৈক মুহাম্মদ মিয়ার পুত্র মো. রেজাউল করিম (২০)।
আহতদের চমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
নিহত শাহেদ দুই ভাই-দুই বোনের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো বিদায় জানাতে শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। রোববার বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মাজেদ মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, একটি নম্বরবিহীন লক্কর-ঝক্কর জীপ রাস্তার পাশে লোকজনকে ধাক্কা দেয়। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পর মাহফিলে আসা লোকজন চালককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক জীপটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত