[caption id="attachment_4775" align="alignleft" width="300"]
ফাইল ছবি[/caption]
চট্টগ্রাম : ভোরের আলো ফুটেছে অথচ সূর্যিমামার দেখা নেই। চারদিক ঘোমট-অন্ধকার মেঘলা আকাশ। চৈত্রের ভোরে ঘুম ঘুম চোখ। কানে আসছে মেঘের গর্জন আর ঝিরিঝিরি বৃষ্টির শব্দ। এমন বৃষ্টিতে কেইবা ছাড়তে চায় উষ্ণ বিছানা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২০ মার্চ) পুরো দিনই থাকতে পারে এমন বৃষ্টির রিমঝিম শব্দ। বিকালের পর বৃষ্টি কমে আসতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সকালে দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামকে ভিজিয়ে দিলো ঝুম-বৃষ্টি। সাথে হালকা বাতাস। এতে ভোগান্তিতে পরেন কর্মজীবী অফিসগামী মানুষ। স্কুল কলেজ পড়ুয়া কিংবা শিশু শিক্ষার্থী অভিভাবকদের বৃষ্টি-ভোগান্তির সাথে যোগ হয়েছে যানবাহন সংকট। যানবাহন না পেয়ে বৃষ্টি-মাথায় দীর্ঘ অপেক্ষা কষ্টের মাত্রা বাড়িয়েছে অনেকের।
[caption id="attachment_4777" align="alignleft" width="300"] ফাইল ছবি[/caption]
আবহাওয়া অফিস জানিয়েছে কেবল চট্টগ্রামেই নয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে আজ (সোমবার) ভোরে। চলতে পারে সারাদিন। সাথে ঝড়ো-বাতাস। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানের কারণেই পুরো দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, লঘুচাপের কারণে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত