দুর্নীতির দায়ে পরীক্ষা নিয়ন্ত্রক কারাগারে তাই পরীক্ষা স্থগিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে গ্রেফতারের পর অনিবার্য কারণ দেখিয়ে স্নাতকোত্তর শেষবর্ষের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রোববার (১৯ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, আমাদের কন্ট্রোলার সাহেব যেখানে গ্রেফতার, উনি মূল ব্যক্তি পরীক্ষার। পরীক্ষা দেখাশুনা করেন, কারিগরি দিকটা তিনি দেখেন। উনি জামিন বা মুক্তি না হলে আমাদের জিম্মায় পরীক্ষা নেয়া কঠিন।

তিনি বলেন, আমরা আশা করছি কিছুদিনের মধ্যে এর একটা সমাধান হবে। তখন আবার পরীক্ষার সিডিউল দেয়া হবে। তাই আপাতত বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গক্রমে ভিসি বলেন, ‘এর জন্য সময় দরকার। ইচ্ছে করলেই তো সবকিছু করা যায় না। কিছু দায়িত্ব আছে, যা সবাইকে দেয়া যায় না।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণ বশতঃ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা স্থগিত করা হ’ল। কিছুদিনের মধ্যে উল্লিখিত পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে ১৪ মার্চ গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ওই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন