
মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন লিওনেল মেসি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ঊরুর সমস্যায় আবারও ছিটকে যেতে হয় বার্সেলোনা অধিনায়ককে।
সেই চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়েই মেসির মাঠে ফেরার প্রত্যাশা। ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে দলের অনুশীলনে ফিরেছেন তিনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মেসির সঙ্গে অনুশীলন করেছেন উসমান দেম্বেলেও। হ্যামস্ট্রিং সমস্যায় গেতাফের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচের ঠিক আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।
বুধবার (২ অক্টোবর) ন্যু ক্যাম্পে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচের আগে ফরোয়ার্ডের দুই তারকার অনুশীলনে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ঊরুর সমস্যায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি মেসি। যদিও বার্সেলোনা আশা করছে, আন্তোনিও কন্তের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন দলের সেরা খেলোয়াড়।
বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’-এর খবর, ইনজুরি কাটিয়ে উঠেছেন মেসি এবং ইন্টার ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন। একই সঙ্গে তারা ছেপেছে, স্কোয়াডে থাকলেও শুরুতে বেঞ্চে থাকতে হতে পারে মেসিকে।
বার্সেলোনা এখনও মেসির ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি। ইন্টার ম্যাচের আগে আজ মঙ্গলবার(১ অক্টোবর) আরেকটি অনুশীলন সেশন আছে। ওই অনুশীলন শেষে মেসির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে খবর ‘স্পোর্ত’-এর।
অন্যদিকে আরেক ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ ছেপেছে, ইন্টারের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা আছে। ইতালিয়ান এই ক্লাবটির বিপক্ষে এখনও পর্যন্ত কোনও গোল নেই আর্জেন্টাইন তারকার।
গত মৌসুমে দুইবার দেখা হলেও চোটের কারণে মেসির খেলা হয়নি। এবারের সুযোগটা তাই নষ্ট করতে চান না তিনি।
গেতাফে ম্যাচের আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন দেম্বেলে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গিয়েছিল, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে তার।
যদিও ২-০ গোলের জয়ের পর কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভারদে জানিয়েছিলেন, দেম্বেলের চোট খুব একটা গুরতর। অবশ্য ফরাসি ফরোয়ার্ড ইন্টার ম্যাচ খেলতে পারবেন কিনা, সে ব্যাপারে কিছু বলতে পারেননি বার্সেলোনা কোচ।