রড-সিমেন্টের গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ!

রড-সিমেন্টের গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ!

চট্টগ্রাম : দাম আরও বাড়তে পারে, এই আশায় বেশি করে পেঁয়াজ কিনে রড-সিমেন্টের গোডাউনে মজুদ করেছিল ব্যবসায়ী সিন্ডিকেট। বিষয়টি জানতে পেরে হাটহাজারীর ওই গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুরে হাটহাজারী মডেল থানার দক্ষিণে রাস্তার পূর্ব পাশে মুরগিহাটা এলাকায় রড-সিমেন্টের গোডাউনে অভিযান চালানো হয়।

স্থানীয় আমির হোসেনের মালিকানাধীন ওই গোডাউনে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

আরো পড়ুন : ভারতে নিষিদ্ধের পর বাংলাদেশে ই-সিগারেট
আরো পড়ুন : ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু বান্দরবানে, পালিয়েছে চিকিৎসক

এ সময় আদালত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতি মুনাফা লাভের আশায় বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করায় ও চড়া দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাইকারি ব্যবসায়ী আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে ওই পেঁয়াজ বিক্রির দাম নির্ধারণ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন বলেন, ১১ সেপ্টেম্বর ভারত থেকে কেনা প্রায় ৫ টন পেঁয়াজ রড-সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ী আমির হোসেন। এ সব পেঁয়াজ আমদানির তথ্য এবং পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য যাচাই-বাছাইকালে কী দামে এ পেঁয়াজ ক্রয় করেছিলেন তার কোনো কাগজপত্রও তিনি ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেননি।

তিনি আরও জানান, তিনি মূলত কৃত্রিম সংকট তৈরি করে এই বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করে বাড়তি দামে বিক্রির জন্য এ কাজ করেছেন বলে ভ্রাম্যমাণ আদালতে কাছে স্বীকার করেছেন আমির হোসেন। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই ব্যবসায়ীর প্রায় ৫ টন পেঁয়াজ পাইকারি ও খুচরা বাজারে বিক্রির দাম নির্ধারণ করে দেয়া হয় বলে তিনি জানান।