খালেদার জামিন আবেদনে সরকারকে বিরোধীতা না করার অনুরোধ

খালেদা জিয়া-ফাই্ছ ছবি

সরকার আদালতে আপত্তি জানানোতেই বেগম জিয়ার জামিন হচ্ছে না বলে অভিযোগ করেছেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বৃহস্পতিবার(৩অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। একসাথে আদালতে বেগম জিয়ার জামিন আবেদনের বিরোধীতা না করতে সরকারকে অনুরোধও করেন তিনি।

তিনি জানান, আমরা বারবার জামিন আবেদন করার পরও সরকার আপত্তি জানানোয় বেগম জিয়া জামিন পাচ্ছেন না।

এদিকে দুদকের আইনজীবী জানান, আইনি লড়াইয়ে কোনো ছাড় দেয়া হবে না। ১৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খুললে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল মামলায় বিএনপি নেত্রীর জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন-এমন খবরের পর বেগম জিয়ার মুক্তির বিষয়টি আলোচনায় আসে ।

আগামী ১৩ অক্টোবর অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানি হবে বলেও জানিয়েছে আইনজীবীরা।

শেয়ার করুন