ইসির ৫৩ কর্মকর্তাকে বদলি

মাঠ পর্যায়ের ৫৩ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে অনেকে উপজেলা নির্বাচন কর্মকর্মা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্বরত রয়েছেন।

রোববার (১৯ মার্চ) রাষ্ট্রপতির সম্মতিক্রমে বদলির আদেশ দেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. সাবেদুর রহমান।

আদেশে যেসব কর্মকর্তার বদলির আদেশ দেয়া হয়েছে তাদেরকে বৃহস্পতিবারের (২৩ মার্চ) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। তা না হলে তারা ২৭ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালনক এসএম আসাদুজ্জামান বলেন, কর্মকর্তাদের বদলি কমিশনের নিয়মিত কাজের অংশ। অনেক কর্মকর্তা যারা তিন বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করেন তাদেরকে সেখান থেকে অন্যস্থানে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন