রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় থেকে তাদের আটক করে। এসময় দুটি মিনিবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ভোলার আলমগীর (২৬), আলী হোসেন (৫০), আকবর (৪০) ও জাকির হোসেন (২৫) এবং দারুস সালাম থানা এলাকার বাসিন্দা সলিম উল্লাহ (৪৫)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফিরোজ কাউছার জানান, কাগজপত্রবিহীন মিনিবাস ও গাড়ির ইঞ্জিন ও অন্যান্য পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর উপ-পরিচালক মেজর আতাউর রহমানের নেতৃত্বে একটি দল বুদ্ধিজীবী কবরস্থান গেইট সংলগ্ন বেড়িবাঁধ হতে তাদের আটক করে। মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত