দারিদ্র্য কমেছে চট্টগ্রামে বেড়েছে রংপুরে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
সোমবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামের প্রকাশিত এক প্রতিবেদন এসব তথ্য জানায় বিশ্বব্যাংক।

এক দশকে দারিদ্র্য বিমোচনের ৯০ শতাংশই হয়েছে গ্রামে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গ্রামে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রেখেছে শিল্প ও সেবা খাত। শহরে অতিদারিদ্র্য বিমোচনের হার বাড়েনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র্য বিমোচনের গতি কমেছে। দেশের পূর্ব ও পশ্চিমের বিভাগগুলোর মধ্যে দারিদ্র্য পরিস্থিতির ঐতিহাসিক পার্থক্য আবারো ফিরে এসেছে।

দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে কমেছে পরিমিতভাবে রংপুর বিভাগে বেড়েছে । তবে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে দারিদ্র্য কমেছে দ্রুতগতিতে। আর যতটুকু দারিদ্র্য কমছে সেটাও হচ্ছে অসমভাবে।

২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হবে বলে অনুষ্ঠানে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১০ বছরে বাংলাদেশের জিডিপি বিশ্বের জন্য আদর্শ। এমনকি গত ৫ বছরের মাথাপিছু আয়ও সর্ব্বোচ্চ। আমরা সঠিক পথেই আছি। সঠিক ভাবেই আগাচ্ছি।

শেয়ার করুন