[caption id="attachment_48189" align="aligncenter" width="908"]
বিকল হওয়া কাভার্ডভ্যান -ছবি নয়াবাংলা[/caption]
মো:জাবেদুর রহমান,চট্টগ্রাম: পটিয়ার শান্তির হাট এর নিকটবর্তী বোর্ড অফিস এলাকায় মঙ্গলবার(৮ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম-কক্সবাজার রোডের উপর একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে রাস্তার উভয় পাশে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে পর্যটন ও দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ চরমে আকার ধারণ করে।
ভোক্তভোগী যাত্রীরা জানান, অদক্ষ চালক ও ট্রাফিক আইন না মানার কারণে এ ধরণের যানজট প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে যাতে রাস্তায় যানবাহন চলাচল উপযোগী করে জনগণের দূর্ভোগ লাঘব করা যায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত