যে যেই দল করুক,দুর্নীতিতে ছাড় নয়:রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ-ফাইল ছবি

সরকারের দুর্নীতি বিরোধী চলমান অভিযানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, এ কাজে যেই জড়িত থাক কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনারা যারা জনগণের প্রতিনিধি, জনগণ অনেক আশা করে আপনাদের ভোট দিয়েছেন। যে যেই অবস্থানে আছেন, সে অবস্থানে থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাদের কথা শুনবেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বলুন, অর্থাৎ যে যেই দলই করুক না কেন, দুর্নীতি যে করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আমি বিশ্বাস করি, যদি আমরা দেশকে মোটামুটি দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে অনেক বেশি এগিয়ে যাব। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছে। যেই হোক দুর্নীতিবাজকে এখনই ধরতে হবে, সমূলে দুর্নীতিকে উৎপাটন করতে হবে।

তিনি বলেন, দুর্নীতি উচ্ছেদ করার জন্য সরকার যে অভিযান চালাচ্ছে আমিও মনে করি এটা ভালো উদ্যোগ। আসলে যে হারে বাংলাদেশের প্রবৃদ্ধি, অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে দুর্নীতি কিন্তু সে হারে পাল্লা দিয়ে বাড়ছে। এটাকে এখন ধরতে হবে, এটাকে এখন থামাতে হবে।

শেয়ার করুন