খাতুনগঞ্জে আবারো পেঁয়াজের দাম বৃদ্ধি

পেঁয়াজ- ফাই ছবি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর দাম কমলেও এখন আবার বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ১০ থেকে ১২ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।। সরবরাহ ঘাটতিকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা ।

এ অবস্থায় সংকট সমাধানে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে সরকারের হস্তক্ষেপ দাবি তাদের। একজন ব্যবসায়ী বলেন, ইন্ডিয়ান কোন মালই নাই বাজারে।

ভারত পেঁয়াজের আমদানি মূল্য বৃদ্ধি ও রপ্তানি নিষিদ্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম একশোতে ঠ্যাকে। এরপরই দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকিতে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর দাম কমলেও তদারকি অব্যাহত না থাকায় আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। এখন ১০ থেকে ১২ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ আর মিয়ানমারেরটা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

আড়ৎদাররা দাবি করেন, একদিকে ভারত থেকে আমদানি বন্ধ, অন্যদিকে মিয়ানমার থেকে আসা অধিকাংশ পেঁয়াজ পচা।

তবে ক্যাব বলছে, ব্যবসায়ীদের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরির কারণে এ অবস্থা।

ক্যাব সভাপতি এস এম নাজের হোসেন বলেন, পনেরদিন আগে আসা পেঁয়াজ তো হঠাৎ করে ৯০ টাকা হয়ে যাওয়ার কোন কারণ নাই।

শেয়ার করুন