খাগড়াছড়িতে সুপেয় পানির তীব্র সঙ্কটে ৬০শতাংশ মানুষ

আজ বিশ্ব পানি দিবস ১৯৯২ সালের জাতিসংঘের পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্মেলন (ইউএনসিইডি) এর মিটিংয়ে বিশ্ব পরিবেশে পানির গুরুত্ব বিবেচনায় নিয়ে তার পরের বছর অর্থাৎ ১৯৯৩ সাল থেকে সর্বপ্রথম বিশ্ব পানি দিবস পালন করা হয়ে আসছে।

খাগড়াছড়িতে বিশুদ্ধ পানির সরবরাহ পাচ্ছেন না জেলার ৬০শতাংশ মানুষ। পাহাড়ী ছড়া, কূয়া, ঝর্ণা ও অন্যান্য প্রাকৃতিক উৎসের পানি ব্যবহার করতে হচ্ছে প্রত্যন্তঞ্চলের লক্ষাধিক পরিবারকে। এতে করে প্রতিনিয়ত বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। গত ২০১৫ সালে খাগড়াছড়ি জেলায় ৪০ হাজার ২শ ৫৩জন ডায়রিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রের তথ্যমতে, ১৯৮৫ সাল থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত এ জেলার ৩৯.৭৯% এলাকা পানির উৎস অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ভাবে রাঙামাটি জেলায় ৩২% এবং বান্দরবান জেলায় ৪৯.২০% এলাকায় পানির উৎস অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বেশীর ভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির উৎস কম থাকায় সমতলের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পের অধীনে আলোর মুখ দেখছেনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সরেজমিনে জেলা সদরের দক্ষিণ মহালছড়াসহ পাহাড়ী বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, আলুটিলা পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ছড়াতে গৃহস্থলি ধোঁয়াপালা ও পানি নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। গ্রামবাসী ওই ছড়ার পানি দিয়েই গোসলসহ অন্যান্য কাজ করেন।

মিতালী ত্রিপুরা, ঝর্ণা রাণী ত্রিপুরা, সুবর্ণা ত্রিপুরাসহ মহালছড়া গ্রামের বাসিন্দারা বলেন, ছড়ার পানির উপর আমাদের জীবন নির্ভরশীল। নলকূপ না থাকায় গ্রামবাসী ছড়ার পানি খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করি। এতে অধিকাংশ সময়ই গ্রামে গ্রামে পানিবাহিত রোগবালাই লেগে থাকে।

খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান ত্রিপুুরা জানান, চলতি বছরের সর্বশেষ তথ্যমতে এই ইউনিয়নের ৩০% পরিবার সুপেয় পানি ব্যবহার করছে। জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হয়েও কোন প্রতিকার পারছি না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব হোসেন জানান, তিন পার্বত্য জেলার মাটির গঠন ভিন্ন হওয়ায় ভূগর্ভস্থ পানির স্থরও ভিন্ন। তাই সমতলের সাথে তাল মিলিয়ে কাজ করতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ২০১২ সালে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে যে প্রকল্পের সুপারিশ করা হয়েছে তা চালু হলে আগামী ২০১৯ সাল নাগাদ খাগড়াছড়িতে ৫৭.২৭% এলাকায় পানির উৎস অন্তর্ভুক্ত করা যাবে। পাশাপাশি অন্য দু’জেলাবাসীও এর সুফল পাবে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন