[caption id="attachment_48523" align="aligncenter" width="720"]
চোরাই কভার্ডভ্যানসহ ২জন গ্রেফতার[/caption]
চট্টগ্রাম : চোরাই কাভার্ডভ্যানসহ দুই চোরকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পৌণে ৮টার দিকে নয়াহাট এলাকার শাহ আমানত মসজিদের সামনে থেকে তাদের আটক করা করে বায়েজিদ থানা পুলিশের একটি টহল টীম। আটকরা হলেন মোঃ শুক্কুর (২০) ও মোঃ তারেক (২১)।
আরো পড়ুন : নোয়াখালীতে ভাতিজি ধর্ষণ, চাচা আটক
আরো পড়ুন : ফুটবল উন্নতিতে বাংলাদেশ,ট্রাফিক জ্যামকে ধন্যবাদ:ফিফা সভাপতি
বায়েজিদ থানা পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের পার্শ্বে কাভার্ডভ্যানটি রেখে বাগদাদ হোটেলের ভিতরে নাস্তা করতে যায় কাভার্ডভ্যান চালক। নাস্তা খেয়ে এসে আর কাভার্ডভ্যানটি খুঁজে পাননি। এসময়ের মধ্যে চোরের দল কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে নয়াহাট এলাকায় টহল পুলিশের একটি দল কাভার্ডভ্যানটি উদ্ধার করে। দুই চোরকে আটক করে বলে জানান থানার উপ পরিদর্শক এমদাদ হোসেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত