
চট্টগ্রাম: বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশু কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহআলম ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আরিফ (৩৫) ও তার চার বছরের মেয়ে বিবি ফাতেমা।
আরো পড়ুন : চট্টগ্রামের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
আরো পড়ুন : ঢাকা দক্ষিণের কাউন্সিলর সাঈদ বরখাস্ত
জানা যায় আরিফ পেশায় দিনমজুর ছিল । এই হত্যাকান্ডের নির্দিষ্ট কোন কারণ খোঁজে পাওয়া যায়নি ।
বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী গণমাধ্যমকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রক্তমাখা ছোরা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত