গয়নাছড়া খালে ময়লার বাগাড় অপসারণ দাবী ভুক্তভোগীদের

গয়নাছড়া খালে ময়লার বাগাড় অপসারণ দাবী ভুক্তভোগীদের

চট্টগ্রাম : হালিশহরের ফইল্লাতলীর গয়নার ছড়া খালভর্তি ময়লা-আবর্জনা। দুর্গন্ধে মানুষের কষ্টের শেষ নেই। বহু স্কুল কলেজের শিক্ষার্থী নাক চেপে যাতায়াত করছে প্রতিদিন। খালটি পরিষ্কার করলে যেমন পয়োনিষ্কাশন ব্যবস্থা সহজ হবে। তেমনি ময়লার দুর্গন্ধ থেকে রক্ষা পাবে হাজারো সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃেক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দাদের্একজন আবুল হাসেম। তিনি বলেন, বহুদিন ধরে গয়নাছড়া খাল পরিষ্কার করা হয় না। ময়লা-আবর্জনা জমে এখন খালটি প্রায় মৃত। সামান্য বৃষ্টির পানিও নিষ্কাশন হয় না। যেকারণে অল্প বৃষ্টিতে তলিয়ে পুরো এলাকা। একই কথা জানালেন আমজাদ হোসেন, লিয়াকত আলী। আর ব্যবসায়ী এনায়েতুর রহমান জানান, খালটি নিয়মিত পরিষ্কার করলে যেমন পানি নিষ্কাশন সহজ হবে, তেমনি মানুষের দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় এক ঠিকাদান জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করে। এতে নানান রোগ বাইল ছড়িয়ে পরতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালটি পরিষ্কারের দাবী জানান।

শেয়ার করুন