চট্টগ্রামের ১২৮ প্রতিষ্ঠানসহ সারাদেশে নতুন ২৭৩০ এমপিওভুক্ত

চট্টগ্রাম: সারাদেশে নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তালিকায় আছে চট্টগ্রামের ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

গণভবনে বুধবার (২৩ অক্টোবর) এমপিওভুক্ত এসব প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

নতুন এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হলো- মিরসরাইয়ের মসজিদিয়া বজলুস সোবহান চৌধুরী হাইস্কুল, মাজহারুল হক চৌধুরী হাইস্কুল, ওয়াহিদুন্নেসা সেকেন্ডারি স্কুল, ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া হাইস্কুল, পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল অ্যান্ড কলেজ, বাবুনগর হাইস্কুল, সন্দ্বীপের আয়শা ওবায়েদ গার্লস হাইস্কুল, হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কলেজ, নগেন্দ্রনাথ মহাজন জুনিয়র হাইস্কুল, জাফরাবাদ হাইস্কুল, মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল, সীতাকুণ্ডের সাদেক মোস্তান (র.) হাইস্কুল, হযরত খাজা কালুশাহ গার্লস জুনিয়র হাইস্কুল, এম এ কাশেম রাজা হাইস্কুল, পাহাড়তলী থানাধীন হাজী আব্দুল আলী সিটি করপোরেশন হাইস্কুল, হালিশহর হাউজিং এস্টেট হাইস্কুল, রাউজানের পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী হাইস্কুল, পাঁচলাইশের হাজী চাঁন্দ মিয়া সওদাগর হাইস্কুল, হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গুনিয়ার পশ্চিম শিলক বড় দুয়ারা আলম চৌধুরী হাইস্কুল, আলহাজ আবুল বাশার চৌধুরী হাইস্কুল।

তালিকায় আছে চান্দগাঁও থানাধীন মোহাম্মদ কামাল উদ্দিন হাইস্কুল, আলহাজ তাজুল ইসলাম হাইস্কুল, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া থানাধীন হাসনেহেনা গার্লস হাইস্কুল, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া হাইস্কুল, জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন হাইস্কুল, হালিশহরের হাউজিং অ্যান্ড সেটলমেন্ট পাবলিক স্কুল, খুলশী থানাধীন শহীদনগর সিটি করপোরেশন গার্লস হাইস্কুল, বন্দরের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পতেঙ্গার মাইজপাড়া মোহাম্মদুন্নবী চৌধুরী হাইস্কুল, আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারা উপজেলার পীরখাইন মৌলানা আশরাফ চৌধুরী হাইস্কুল, সাতকানিয়ার জনার কেউচিয়া আদর্শ হাইস্কুল, ঘাটিয়াডেঙ্গা আলহাজ সাফিয়া মমতাজুল হক হাইস্কুল, চন্দনাইশের দিয়াকুল সানোয়ারা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ, লোহাগাড়ার রশিদের ঘোনা হাইস্কুল, এস আই চৌধুরী গার্লস হাইস্কুল, মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উত্তর পদুয়া হাইস্কুল, বাঁশখালীর রাইছড়া প্রেমাশিয়া আইডিয়াল হাইস্কুল ও খানখানাবাদ আইডিয়াল হাইস্কুলের নাম।

নতুন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ২৫টি। সেগুলো হলো- মিরসরাইয়ের সৈয়দুল হক হাইস্কুল, ফটিকছড়ির রসুলপুর জুনিয়র হাইস্কুল, নুর আহমেদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল হাইস্কুল, সুয়াবিল হাইস্কুল, সুয়াবিল গার্লস হাইস্কুল, গোপালঘাটা হাইস্কুল, সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল হাইস্কুল, পাহাড়তলীর একাডেমি ল্যাবরেটরী, হাটহাজারীর সাফা মোতালেব কলেজিয়েট হাইস্কুল, পশ্চিম মির্জাপুর জুনিয়র হাইস্কুল, রাউজানের সাউথ নোয়াপাড়া হাইস্কুল, ইউনুস আলমাস স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাঁচলাইশের মোহাম্মদ নগর এইচ কে সি হাইস্কুল, বোয়ালখালীর হাজী মোহাম্মদ জানে আলম হাইস্কুল, চান্দগাঁও থানার ছাফা মোতালেব হাইস্কুল, বাকলিয়ার পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন হাইস্কুল, ডবলমুরিংয়ের আলহাজ এম এ সালাম হাইস্কুল, গণপূর্ত বিদ্যানিকেতন, খুলশীর বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, লোহাগাড়ার হাজী শামসুল ইসলাম হাইস্কুল, আখতারাবাদ কুমিরাঘোনা আদর্শ জুনিয়র স্কুল, হাজী মোস্তাক অহিদ চৌধুরী হাইস্কুল, পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া হাইস্কুল ও বাঁশখালীর কামাল উদ্দিন চৌধুরী গার্লস হাইস্কুল।

উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের এবার এমপিওভুক্ত হয়েছে চট্টগ্রাম জেলার ৫টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- পাঁচলাইশ এস এম নাছির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, সিটি করপোরেশন কায়সার-নিলুফার কলেজ, সাতকানিয়ার চিব্বাড়ি এম এ মোতালেব কলেজ, বাঁশখালীর মাস্টার নজির আহমদ কলেজ।

উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মিসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারার মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চন্দনাইশের বেগম গুল চেমনআরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।

জেলায় ৫টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- মীরসরাইয়ের খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়, পটিয়ার ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয়, কুসুমপুরা উচ্চ বিদ্যালয়, আনোয়ারার ঝি.বা.শি. উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম জেলায় ৪০টি দাখিল মাদ্রাসা, ৬টি আলিম মাদ্রাসা এবার এমপিওভুক্ত হয়েছে। বৃহত্তর চট্টগ্রামে একটিমাত্র কামিল মাদ্রাসা এমপিওভূক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি হলো- মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা চলতি বছরের জুলাই থেকেই এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) পাবেন বলে জানা গেছে।

শেয়ার করুন