বসুধা বিল্ডার্সের প্রতারণায় হতাশায় মৃত্যু বরণ: বিক্ষোভ সমাবেশ ২৭ অক্টোবর

হাকিম মোল্লা: বসুধা বিল্ডার্সের প্রতারণায় চট্টগ্রাম মহানগরীর প্রায় ৫০০ দোকানের মালিক আজ দিশেহারা। অনেকে হতাশায় মৃত্যু বরণও করেছেন। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জনৈক জব্বার তাদেরকে পথের বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনই পারেন তাদের উদ্ধার করতে  জানিয়েছেন বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। এ ব্যাপারে চসিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে একই সঙ্গে বসুধা বিল্ডার্সের প্রতারণার বিরুেদ্ধে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় চট্টগ্রাম ১৬ নং স্টেশন রোডস্থ বসুধা বিল্ডার্সের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি রনজিত সরকার দৈনিক নয়াবাংলাকে বলেন, প্রায় ৫০০ গ্রাহক ২০০৭ সালে ১৬ নং রোডস্থ বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার হতে দোকান ক্রয় করি। বসুধা বিল্ডার্স ২০০৯ সালে ডিসেম্বর মাসে দোকান বুকিং দিয়ে মার্কেট উদ্বোবধন করবে বলে আমাদের নিকট হতে শত শত কোটি টাকা নিয়েছে। কিন্ত দোকান বুঝিয়ে না দেওয়ায় আমরা হতাশায় জর্জরিত। কষ্টার্জিত জীবনের শেষ সম্বলটুকু বসুধা বিলন্ডার্সের মালিক জব্বার খাঁনের হাতে তুলে দিয়েছিলাম মার্কেট চালু হলে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করব। জব্বার খানের ছলচাতুরি না বুঝে আজ দিশেহারা। এমনকি হতাশায় অনেকেই মৃত্যু বরণ করেছেন। পরে ২০১৮ সালে দোকান মালিক সমিতি গঠন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে স্মারক লিপি প্রদাণ করি। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। এর মধ্যে বসুধা বিল্ডার্সের মালিক জব্বার খাঁন সমিতির সাথে কয়েক বার বৈঠক করে ২০১৯ সালের রমজান মাসে মার্কেট উদ্বোধন হবে বলে চুক্তি সম্পাদন করেন। এসময় রনজিত সরকার আরোও বলেন, মালিক জব্বার আমাদের ১২টি বছরই নষ্ট করেনি দেশেরও ক্ষতি করেছে। ২০১৯ সালে প্রতিশ্রুতি মতো মার্কেট উদ্বোধন হলে দেশ এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেত। আমাদের এতগুলো পরিবারকেও পথে বসতে হতো না।

শেয়ার করুন