হাকিম মোল্লা : বসুধা বিল্ডার্সের মালিক জব্বারের প্রতারণায় চট্টগ্রাম নগরীর প্রায় ৫০০ দোকানের মালিক আজ দিশেহারা। অনেকে হতাশায় মৃত্যু বরণও করেছেন। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পথে বসিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতি।
রোববার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় চট্টগ্রাম ১৬ নং স্টেশন রোডস্থ বসুধা বিল্ডার্সের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কষ্টার্জিত জীবনের শেষ সম্বলটুকু বসুধা বিলন্ডার্সের মালিকের হাতে তুলে দিয়েছিলাম মার্কেট চালু হলে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করব। জব্বার খানের ছলচাতুরি না বুঝে আজ দিশেহারা। এমনকি হতাশায় অনেকেই মৃত্যু বরণ করেছেন। এ অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনই পারেন আমাদের উদ্ধার করতে।
সমিতির সহ-সভাপতি মোঃ ইলিয়াছ বলেন, আমাদের সঙ্গে অনেক বড় প্রতারণা করেছে জব্বার খান।
উপদেষ্টা নাছির মোল্লা বলেন, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা আর বসে থাকবো না। এর চেয়ে কঠিন কর্মসূচি পালন করবো।
সেলিম আরসারি বলেন, অনেক কষ্টের টাকা জব্বার খানের হাতে তুলে দিয়েছিলাম। আগামী ৫ মাসের মধ্যে এর সমাধান আমরা দেখতে চাই।
সমিতির সভাপতি বলেন, ২০০৯ সালে ডিসোমাবর মাসে উদ্ব্রন হয়, বারবার ক্ষমা করেছি। আর আপনাকে ক্ষমা নয়। দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। চট্টগ্রামে আপনি ক্ষুনি। যারা ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। নভেম্বরের ১০ তারিখের মধ্যে সবাই সদস্য হয়ে যাবেন। আমরা ঐক্য থাকলে দোকান বুঝে নেওয়া সময়ের দাবী।
মোঃ সোহানের সঞ্চালনা সমাবেশে সভাপতিত্ব করেন রনজিত সরকার ।
সহ সসভপাতি আকরাম, মো শহিদ, অর্থ সম্পাদক আলমগীর, সাধারন সম্পাদ শাহজাহান,
বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি রনজিত সরকার দৈনিক নয়াবাংলাকে বলেন, প্রায় ৫০০ গ্রাহক ২০০৭ সালে ১৬ নং রোডস্থ বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার হতে দোকান ক্রয় করি। বসুধা বিল্ডার্স ২০০৯ সালে ডিসেম্বর মাসে দোকান বুকিং দিয়ে মার্কেট উদ্বোবধন করবে বলে আমাদের নিকট হতে শত শত কোটি টাকা নিয়েছে। কিন্ত দোকান বুঝিয়ে না দেওয়ায় আমরা হতাশায় জর্জরিত। পরে ২০১৮ সালে দোকান মালিক সমিতি গঠন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে স্মারক লিপি প্রদাণ করি। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। এর মধ্যে বসুধা বিল্ডার্সের মালিক জব্বার খাঁন সমিতির সাথে কয়েক বার বৈঠক করে ২০১৯ সালের রমজান মাসে মার্কেট উদ্বোধন হবে বলে চুক্তি সম্পাদন করেন। এসময় রনজিত সরকার আরোও বলেন, মালিক জব্বার আমাদের ১২টি বছরই নষ্ট করেনি দেশেরও ক্ষতি করেছে। ২০১৯ সালে প্রতিশ্রুতি মতো মার্কেট উদ্বোধন হলে দেশ এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেত। আমাদের এতগুলো পরিবারকেও পথে বসতে
হতো না।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দোরর পক্ষ্য থেকে চসিক মেয়রকে একটি স্মারকলিপিও প্রদান করেন।