প্রশ্ন ফাঁস নিয়ে গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী শনিবার(২ নভেম্বর) থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। জেএসসি ও জেডিসি’তে এবার অংশ নেবে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী। ইংরেজী ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা সামনে রেখে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন