বেশ কিছু নতুন ফিচার নিয়ে দেশে গ্যালাক্সি এ৭ ২০১৭ সংস্করণ এনেছে স্যামসাং। প্রিমিয়াম মানের এই হ্যান্ডসেটে রয়েছে কার্ভড গ্লাস এবং মেটাল বডি। আর প্রথমবারের মতো গ্যালাক্সি এ সিরিজের এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধক ব্যবস্থা।
স্মার্টফোনটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৩৬০০ এমএএইচ ব্যাটারি। ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা রয়েছে। এই ডিভাইসটিতে দ্রুত চার্জিং সুবিধা রয়েছে।
স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, আমরা সবসময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমাদের স্মার্টফোনগুলোতে যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করি এবং গ্যালাক্সি এ৭ ২০১৭ স্মার্টফোনটি আমাদের গ্রাহকদের বাজারের সবচেয়ে সেরা মানের পণ্যসমূহ দেওয়ার প্রতিশ্রুতিরই একটি অংশ। স্টাইলিস এবং পারফরমেন্সের এক অসাধারণ সমন্বয় ঘটানো হয়েছে স্মার্টফোনটিতে। স্মার্টফোনটি কালো ও সোনালি রঙে পাওয়া যাচ্ছে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত