চট্টগ্রামের হাটহাজারী এলাকার নতুন পাড়া থেকে তল্লাশি চালিয়ে ৯২০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার (২১ মার্চ) রাত ৯টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক থেকে অটোরিকশা আরোহী ওই তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
“নতুন পাড়া এলাকায় অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। তাদের মধ্যে মনিরের কাছে তিন হাজার দুইশ আর বাকি দুইজনের প্রত্যেকের কাছে তিন হাজার করে ইয়াবা ছিল।”
গ্রেপ্তার তিনজনের বাড়িই কক্সবাজারে। এরা হলেন- পেশকার পাড়ার মনির হোসেন (৩০), টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মিজানুর রহমান (২২) ও হালিমা বেগম (২৩)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মহসিন জানিয়েছেন।