চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন চীন সফরে গেছেন। মেয়রের সফরকালীন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন চসিক প্যানেল মেয়র, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সোমবার (৪ নভেম্বর) সকালে ৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে মেয়র চীনের উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বিকেল সাড়ে ৩টা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরসঙ্গীদের মধ্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা,স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব মো. এমদাদুল হক চৌধুরী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও ভূ-সম্পত্তি কর্মকর্তা এখলাচুর রহমান রয়েছেন। মেয়র চায়না ওশান পার্ক পরিদর্শনসহ চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। চীন সফর শেষে ৯ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগকালে সিটি মেয়রকে বিদায় জানান চসিক প্যানেল মেয়র,কাউন্সিলর,করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত