সড়ক দুর্ঘটনায় ‘তৃতীয়বার’ মারা গেলেন মিস্টার বিন

হলিউডের জনপ্রিয় শীর্ষ কমেডিয়ান অভিনেতা মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি গত দুইদিন ধরে হলিউড বলিউড ঘুরে সারাবিশ্বের ভাইরাল হয়েছে। আপামর ভক্ত সাধারণের প্রশ্ন হলো আসলেই কি মিস্টার বিন মারা গেছেন! খবরটি আসলো কোত্থেকে?

না মন খারাপ করার কিংবা ঘাবড়ানোর কিছু নেই। মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন মারা যাননি। তিনি বহাল তবিয়তেই আছেন এবং ভালোভাবে বেচে আছেন সবার প্রিয় রোয়ান অ্যাটকিনসন।

তবে তার এই মৃত্যু নিয়ে গোসিপ এবারই প্রথম না, এর আগেও দুইবার গুজবে তাকে মেরে ফেলা হয়েছে। তার এই মৃত্যুর খবরটি কিভাবে ছড়ালো ঘটনা খুলে বলি।

গত ১৮ মার্চ একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’ প্রায় তিন লাখ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যে অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।

রোয়ানের বয়স এখন ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এবারে গুজবেও আগের মতো হাসছেন মিস্টার বিন, সহজাত উত্তরে রোয়ান ছবিসহ পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এভাবে হেসে প্রতিবাদ জানিয়েছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা।

সে সময়ও তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। খবর হাফিংটন পোস্ট, ইন্ডিয়া ডটকম।

শেয়ার করুন