ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে এসেছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ । ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ ১২০ থেকে ১৩০ কিলোমিটার। এর প্রভাবে কলকাতায় ঝড়ো বাতাসসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা কর্তৃপক্ষ।
তীব্র গতিতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। শনিবারই রাজ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আলিপুর আবহাওয়া দফতর জানায়, বুলবুলের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পাশাপাশি দমকা বাতাস বয়ে যেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চল থেকে খুব বেশি দূরে অবস্থান করছে না। শনিবার বিকেলের পর এটা আঘাত হানবে। এরফলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুলবুলের প্রভাব পড়বে রাজ্যের রাজধানী কলকাতাতেও। বিভিন্ন জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে কলকাতা পুলিশ ও দুর্যোগ বিপর্যয় বাহিনী।
ঘূর্ণিঝড়টি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গের পাশ্ববর্তী রাজ্য ওড়িশা।
স্থানীয়রা বলছে, বুলবুলের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশ কিছু আশ্রয়কেন্দ্রও তৈরি করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত