চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় সাকেরা খাতুন (৪৭) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে বাকলিয়া থানার কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সাকেরা পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছিলেন। তিনি কক্সবাজার রামু উপজেলার পশ্চিম মেনোরা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানান, সাকেরা খাতুন বুধবার সকালে নগরীর বাসা থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাকেরা খাতুনকে চাপা দেয়। আহত শিক্ষিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন