চট্টগ্রাম : কক্সবাজারের পেকুয়ায় ‘ডাকাত সর্দার’ বহু মামলার আসামী বাইট্যা ইউনুছকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া রওশন ফকিরের গোরস্তান এলাকা থেকে ইউনুছকে গ্রেফতার করা হয়। তিনি পেকুয়া একই ইউনিয়নের হাজীর পাড়া এলাকার শামশুল আলমের ছেলে।
পেকুয়া থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া রওশন ফকিরের গোরস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় ‘বাইট্যা ইউনুছ’ নামে পরিচিত। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ইউনুছের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার ডাকাত ইউনুছের বিরুদ্ধে পেকুয়া থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং পুলিশের ওপর হামলাসহ বহু মামলা রয়েছে।
ওসি আরও বলেন, ‘ইউনুছ খুব চতুর প্রকৃতির লোক। তাকে দীর্ঘদিন ধরে হন্যে হয়ে খুঁজে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশা করছি সে গ্রেফতার হওয়ায় এলাকায় ডাকাতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।’