
ঢাকা : দেশের ১২৫টি বিদ্যালয়ে বিদ্যমান একাডেমিক ভবন পাঁচতলা ভিতে পাঁচতলা পর্যন্ত উর্ধমুখি সম্প্রসারণ এবং এসব ভবনে স্কেলেটর (চলন্ত সিঁড়ি) স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ভূমি উন্নয়নে ৪ হাজার ৬৪০ কোটি টাকা ব্যয়ে ৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণসহ ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এর মধ্যে ১২৫টি বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবন পাঁচতলা ভিতে পাঁচতলা পর্যন্ত ঊর্ধমুখী সম্প্রসারণ করা হবে।
এসব ভবনের লিফটে বিদ্যুৎ বিভ্রাটসহ নানা কারণে শিক্ষার্থীরা যাতে আটকা না পড়ে- সে লক্ষ্যে স্কেলেটর (চলন্ত সিঁড়ি) স্থাপনের নির্দেশ দিয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লিফটে নানা কারণে কোমলমতি শিক্ষার্থীরা আটকা পড়তে পারে। সুতরাং, এর পরিবর্তে স্কেলেটর করে দিতে হবে। এছাড়া সাধারণ সিঁড়ি ও নিরাপদ এক্সিট করে দিতে হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে।
একনেক বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, অনেক সময় বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীরা লিফটে আটকা পড়তে পারে। এতে করে নানা ধরণের দুর্ঘটনাও ঘটার আশঙ্কা রয়েছে। এসব কথা চিন্তা করে প্রকল্পের আওতায় ঊর্ধমুখী ভবনে লিফটের বদলে স্কেলেটর স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের আওতায় হোস্টেল নির্মাণ, কম্পিউটার ও বিজ্ঞান ল্যাবরেটরি স্থাপন, ইন্টারনেট সুবিধাসহ স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ফলে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণে উন্নীত হবে।
৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিদ্যালয়ে বর্তমানে বিজ্ঞান বিভাগের ৬৮ হাজার ৮৩৯ জন শিক্ষার্থীসহ মোট ৩ লাখ ৪৬ হাজার ১০৫ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে এসব স্কুলে বিজ্ঞানের ৭৬ হাজার শিক্ষার্থীসহ নতুন করে ৩ লাখ ২৯ হাজার বাড়তি শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ঊর্ধমুখী সকল ভবনেই থাকবে চলন্ত সিঁড়ি।