রাজধানীতে মানবপাচারকালে আটক ৯, উদ্ধার ৯

অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারের সময় রাজধানী থেকে মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন নয় সদস্যকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় নয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে র‍্যাব পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

জানা গেছে, বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারের সময় ওই নয় জনকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারকারী চক্রের নয় সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে পাসপোর্ট, জাল ভিসা, জাল সিল ও জাল ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন