[caption id="attachment_49373" align="aligncenter" width="612"]
.[/caption]
বন্দর নগরী চট্টগ্রামের টাইগারপাস এলাকায় ওভারটেক করতে গিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে একটি বাস উল্টে গিয়ে নারী পুরুষসহ ৬ জন আহত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ব্রীজ এলাকা থেকে ছেড়ে আসা ৪ নম্বর রুটের গাড়ি দেওয়ানহাট যাচ্ছিল। টাইগারপাস এলাকায় পৌঁছালে আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে আহত হয় ছয়জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও ৩জন পুরুষ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত