শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে শ্রীলংকায়

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

দেশটির ২২টি নির্বাচনী জেলার ১২৮৪৫টি বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রীলংকার সাধারন নাগরিক। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা আনুমানিক ১ কোটি ৬০ লাখ। নির্বাচনে মোট প্রার্থী ৩৫ জন। খবর আলজাজিরার।

আরো পড়ুন : ‘নবান্ন উৎসবে মিশে আছে বাঙালির ঐতিহ্য-সংস্কৃতি’
আরো পড়ুন : দেশ আরো বহুদুর এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী

এ নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের (ইউএনএফ) প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও সাবেক প্রতিরক্ষা সচিব গোটাবায়া রাজপাকসের মধ্যে।

এর আগে বুধবার দেশটির এ অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় হোমাগামা শহরে চূড়ান্ত নির্বাচনী মিছিল করেছেন রাজাপাকসে।

অন্যদিকে রাজধানী কলম্বোতে শেষ র‌্যালি করেন প্রেমাদাসা। দেশটিতে এটাই প্রথম নির্বাচন যেখানে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী প্রার্থী হননি।

কিন্তু তাদের মধ্যে দু’জন- মিলরয় ফার্নান্দো এবং ড. আইএম ইলিয়াস প্রকাশ্যে সমর্থন দিয়েছেন প্রেমাদাসাকে। তাকে ভোট দেয়ার জন্য এ দুই প্রার্থী সমর্থকদের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।