ডায়াবেটিকস আক্রান্তদের সেবায় আলো ছড়াচ্ছে  সীতাকুণ্ড মডার্ণ হাসপাতাল

হাকিম মোল্লা:  সীতাকুণ্ড পৌরসদরস্থ সীতাকুণ্ড মডার্ণ হাসপাতাল গত বছর চালু করেছিল ডায়াবেটিক সেন্টার । শহরে যে চিকিৎসক ৪’শ টাকায় ফি নিয়ে রোগী দেখেন, সেখানে নাম মাত্র ১’শ টাকা ফি দিয়ে ডায়াবেটিক আক্রান্ত রোগীরা চিকিৎসকের ব্যবস্থাপত্র পাচ্ছেন।  শহরের চিকিৎসা সেবা গ্রামে চালু করে মডার্ণ হাসপাতাল নিরবে ডায়াবেটিক আক্রান্তদের সেবায় আলো ছড়াচ্ছে।

ডায়াবেটিকস চিকিৎসার এক বছর পূর্তিতে মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টায় মডার্ণ হাসপাতাল কনফারেন্স রুমে সীতাকুণ্ড কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় ডায়াবেটিকস রোগীদের সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করেন মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ।

হাসপাতালের পরিচালক ইমাম হোসেন স্বপনেরর সঞ্চালনায় সভায় ডায়াবেটিস রোগ থেকে নিজেকে বাঁচাতে ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের আরএমও ডাক্তার ইফতেখার উদ্দিন ও হাসপাতালের পরিচালক ডাক্তার আফরোজা তালুকদার।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সেক্রেটারী লিটন চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সীঅজাএ’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,  সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, হাকিম মোল্লা, অশোক দাস,এস এম ইকবাল হোসাইন প্রমুখ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোশাররফ জানান সীতাকুণ্ডের ডায়াবেটিক রোগীদের সেবা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে ৬দিন করে ডাক্তার রোগী দেখেন। এক্ষেত্রে তারা ভর্তুকী দিয়ে এ সেবা চালিয়ে যাচ্ছে। মতবিনিময় সভার পর গ্রাম্য ডাক্তারদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়।

শেয়ার করুন