পন্থিছিলা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ইপসার প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

হাকিম মোল্লা : ইপসা সাংস্কৃতিক ও ক্রিড়া কর্মসূচির আওতায় মাদ্রাসা ভিত্তিক ইসলামী কুইজ, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সীতাকুণ্ড পন্থিছিলা ইসলামীয়া দাখিল ও বিজ্ঞান মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতার এবারের বিষয় ছিল মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু। যে দিনটি উপলক্ষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়।

বক্তব্য রাখছেন, মাদ্রাসার প্রধান সুপার মো: শহিদুল্লাহ।

পিকেএসএফ’র সহযোগিতায় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো রেডিও সাগর গিরি এফ.এম ৯৯.২

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পন্থিছিলা ইসলামীয়া দাখিল মাদরাসার প্রধান সুপার মো.শহিদুল্লাহ।

তিনটি ইভেন্টে ৯টি পুরস্কার অর্জন করেন শিক্ষার্থীরা।

ইভেন্টগুলো ছিলো রচনা লিখন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা।

রচনায় ১ম হয় ৭ম শ্রেনির ছাত্রী নাফিসা সুলতানা ২য় হয় ফারিসা, ৩য় জুলেখা আক্তার। কুইজে ১ম হয় নবম শ্রেনির ছাত্রী সাদিয়া সুলতানা, ২য় হয় ১০ শ্রেনির ছাত্রী সাদিয়া ৩য় হয় ফারিয়া। উপস্থিত বক্তৃতায় ১ম হয় ৯ম শ্রেনির ইমাম উদ্দীর, ২য় হয় ১০ শ্রেনির তারেক নিজামী, ৩য় হয় ১০ শ্রেনির মহররম আলী।

প্রতিযোগিতায় নম্বর বন্টনে ব্যস্ত বিচারকগণ।

প্রতিযোগিতায় বিচারকার্যে অংশ নেন, শিক্ষিকা আসমা আক্তার, আলেয়া বেগম, ইপসা মাইক্রােফাইনেন্স সীতাকুণ্ড শাখার ম্যানেজার গাজী সরওয়ার হোসেন, রেডিও সাগর গিরির অনুষ্ঠান প্রযোজক মোহছেনা মিনা।

সমন্বয়কারীর সার্বিক দায়িত্ব পালন করেন, শিউলী রানী দেবী।

প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন