চট্টগ্রাম : বোয়ালখালীতে লোকালয়ে আসা হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা।
নিহতরা হলেন- উপজেলার মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।
আরো পড়ুন : ফেসবুকে বিভ্রান্তি ছড়ালে জরিমানার বিধিমালা হচ্ছে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : একযোগে ৪০ সিনেমা হলে মুক্তি পেল ‘জানবাজ’
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। হাতির দল আবাদি জমিতেও তাণ্ডব চালিয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত