‘নকশি কাঁথার জমিন’ করবেন জয়া

‘নকশি কাঁথার জমিন’ করবেন জয়া

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক আকরাম খান। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে জয়া আহসান অভিনয় করেছিলেন সরোজিনী চরিত্রে।

তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সেই মুগ্ধতার রেশ ধরে আবারও একই নির্মাতার ছবিতে অভিনয় করতে চলেছেন এই গুণি অভিনেত্রী জয়া আহসান।

এটিও নির্মিত হবে সরকারি অনুদানে। ছবির নাম ‘নকশি কাঁথার জমিন’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

আকরাম খান বলেন, ‘জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে। তিনি গল্প ও নিজের চরিত্রটি খুব পছন্দ করেছেন। তিনি অভিনয় করতে যাচ্ছেন এখন পর্যন্ত এটা নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে আসছে বছরের এপ্রিলে ছবির শুটিং করবো।’

আরো পড়ুন : বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ
আরো পড়ুন : ফেসবুকে বিভ্রান্তি ছড়ালে জরিমানার বিধিমালা হচ্ছে : তথ্যমন্ত্রী

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হবে ‘নকশি কাঁথার জমিন’। এখানে দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় ফুটে উঠবে।

এদিকে, জয়া আহসান বর্তমানে ওপার বাংলার বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘রবিবার’। অতনু ঘোষের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জয়া-প্রসেনজিৎ জুটিকে পর্দায় দেখবে সিনেমার দর্শক।

শেয়ার করুন