চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণ চক্রের দুই সদস্য আটক

অপহরণ চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম : অপহরণ করে মুক্তিপণ দাবীর পর ৮ বছরের ইফাছকে উদ্ধার করেছে আকবর শাহ থানা পুলিশ। এসময় দুই অপহরণ চক্রের সদস্যকে আটক করে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) বিশ্ব কলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মোঃ রায়হান ও তার স্ত্রী সুমি আক্তার।

আরো পড়ুন : ক্যান্সারে ভোগছেন এন্ড্রু কিশোর : চিকিৎসায় প্রয়োজন ২ কোটি টাকা
আরো পড়ুন : মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে সরকার

পুলিশ জানায়, বিশ্ব কলোনীর কবরস্থান লেইনের বি-ব্লকে লালুনীর ভাড়াঘরের ভাড়াটিয়া জনৈকা রিনা আক্তার(৩৫) থানায় এসে অভিযোগ করেন যে, তার ছেলে গত ২১ নভেম্বর বিকেলে পার্শ্ববর্তী মাঠে খেলাধুলা করার সময় এজহার নামীয় ব্যক্তিরা তার ছেলে অপহরণ করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে। এরপর মোবাইল ফোনে তার পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন।

বিষয়টি আকবরশাহ থানা পুলিশ অতি গুরুত্বের সাথে গ্রহণ করে। এরপর কৌশলে ভিকটিম সাখাওয়াত হোসেন ইফাছ(৮)কে উদ্ধারপূর্বক দুই অপহরণকারীকে গ্রেফতার করে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামরা রুজু করা হয়েছে বলে জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ।

গ্রেফতার অপরহণকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রায়হান এর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে বলে দাবি করছে পুলিশ।

শেয়ার করুন