সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল
‘সিলেকশন নয় ইলেকশন’

সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা

হাকিম মোল্লা : আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। বহু জল্পনা-কল্পনা শেষে হেবিওয়েট প্রার্থী পেয়েছে তৃণমূল নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কিকাল ৩ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছেন সভাপতি পদে মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম নিজামী।

এ সময় তাদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন,  ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, জাহেদ হোসেন নিজামী বাবু, মো.মনির হোসেন, সোনাইছড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি মো.বেলাল, কুমিরা ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাশেম ভূইয়া, বাড়বকুণ্ড ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, উপজেলা আ’লীগের সদস্য নুর মোহাম্মদ তারিকি, মো.ইসমাইল প্রমূখ।

আরো পড়ুন : আইন মেনে গাড়ী চালাতে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকের অঙ্গীকার
আরো পড়ুন : ‘মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা’

সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণাকালে সভাপতি প্রার্থী ইদ্রিস বলেন, আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা আ’লীগের সম্মেলনে বাছাই নয়,কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটোর মাধ্যমে হতে হবে। দলীয় প্রভাবের বাইরে ভোটারদের অবাধ স্বাধীনতার মাধ্যমে কাউন্সিল করলে যোগ্য নেতারা নেতৃত্বের হাল ধরবে।

সাধারণ সম্পাদক প্রার্থী তাজুল ইসলাম নিজামী বলেন, আর সিলেকশন নয়,এবার ইলেকশনের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত করতে সংকল্পবদ্ধ কাউন্সিলরা। তাই কোন ধরনের অদৃশ্য শক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে অবাধ,সুষ্ঠ ভোটের মাধ্যমে উপজেলা আ’লীগের নেতা নির্বাচিত করার আহব্বান জানান।

শেয়ার করুন