বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে উন্নতি 

দেশের সামগ্রিক উন্নয়নে আরও একটি ইতিবাচক খবর এলো। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। জাতিসংঘের সর্বশেষ মানব উন্নয়ন সূচকে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। যা আগে ছিল ১৪০তম। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, গড় আয়ু, মাথাপিছু আয়, জেন্ডার সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির কারণে বাংলাদেশ এ সূচকে এগিয়েছে। এর বাইরে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও পিছিয়েপড়া জনগোষ্ঠীকে আর্থিক সেবা দিতে মোবাইল ব্যাংকিং কার্যক্রম মানব উন্নয়ন সূচকে বিশেষ ভূমিকা রেখেছে। যদিও দক্ষ প্রসূতি ব্যবস্থার অভাব এবং বাল্য বিবাহের মতো সামাজিক দুর্বলতাগুলো রয়ে গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) সুইডেনের রাজধানী স্টকহোম থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৬ প্রকাশ করে। যেখানে সর্বশেষ ২০১৫ সালের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ‘সবার জন্য মানব উন্নয়ন’।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোভেন, ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক এবং প্রতিবেদনের প্রধান প্রণেতা সেলিম জাহান প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রতিবেদনে ১৯৯০ থেকে ২০১৫ এই ২৫ বছরে বিশ্বব্যাপী মানব উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সমাজে ব্যাপক সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ রয়ে গেছে। নতুন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের আওতায় আনার সুপারিশ করা হয় প্রতিবেদনে।

এবারের প্রতিবেদনে মানব উন্নয়ন সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ে। এরপর শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক। দক্ষিণ এশিয়ায় এই সূচকে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে শ্রীলংকা। দেশটির অবস্থান ৭৩। ভারতের অবস্থান ১৩১। পাকিস্তানের অবস্থান ১৪৭। নেপাল ১৪৪, মিয়ানমার ১৪৫ ও আফগানিস্তান ১৬৯তম অবস্থানে রয়েছে।

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ শূন্য দশমিক ৫৭৯ পয়েন্ট পেয়েছে। আগের বছর এই পয়েন্ট ছিল শূন্য দশমিক ৫৭৫। বাংলাদেশের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর। আগের বছর ছিল ৭১ দশমিক ৬ বছর। ভারত সার্বিক সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির গড় আয়ু বাংলাদেশের তুলনায় কম। ভারতের গড় আয়ু ৬৮ দশমিক ৩ বছর। ক্রয় ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৪১ মার্কিন ডলার, যা আগের বছর ছিল ৩ হাজার ১১৯।

শেয়ার করুন