প্রস্তাব চূড়ান্ত। মন্ত্রীসভায় অনুমোদন হলেই কার্যকর। সর্বনিম্ন ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
সরকারি চাকরিজীবীদের জন্য গৃহঋণের সুদহার ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই সুদহার ১০ শতাংশ। বর্তমান নীতিমালা অনুযায়ী একজন সর্বোচ্চ ঋণ পান এক লাখ ২০ হাজার টাকা। এখন সর্বনিম্ন ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সরকারের নিজস্ব তহবিল থেকে এ ঋণ দেওয়া হয়। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত একটি কমিটি এ প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রতিবেদনটি শিগগিরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সম্মতি নিয়ে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রস্তাবটি কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, এ প্রস্তাব কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আবাসন সংকট কিছুটা হলেও নিরসন হবে। পাশাপাশি মেধাবীরা চাকরিতে আসতে উৎসাহী হবেন।
সূত্র জানায়, ১৯৮২ সাল থেকে এ সুবিধা চালু রয়েছে। তখন সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো ছিল, সে অনুযায়ী মূল বেতনের ৪৮ মাসের সমপরিমাণ (এক লাখ ২০ হাজার টাকা) গৃহনির্মাণ খাতে ঋণ দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। সুদ-আসলসহ ৪৮ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়। এরপর বিভিন্ন সময়ে বেতন বাড়ানো হলেও গৃহনির্মাণ খাতে ঋণ সুবিধা বৃদ্ধি করা হয়নি। যদিও ঋণসীমা আরও বাড়ানোর দাবি করে আসছেন সরকারি চাকরিজীবীরা। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কমবেশি ৯ শতাংশ সুদে আবাসন খাতে ঋণ দিচ্ছে। সরকার এ খাতে সুদহার বাজারভিত্তিক করতে চায়। সে জন্য দীর্ঘ বছর পর গৃহনির্মাণে ঋণ সুবিধা দেওয়ার নীতিমালা সংশোধন করতে যাচ্ছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি কমিটি গঠন করে। কমিটির দেওয়া সুপারিশ বা প্রস্তাব পর্যালোচনা করা হবে। এর পর প্রস্তাবটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রস্তাবটি মন্ত্রীসভায় অনুমোদন পেলে এই সুবিধা পাবেন সরকারী চাকরিজীবী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত