পুকুরের পানিভর্তি জারের লেভেলে ‘মিনারেল ওয়াটার’

চট্টগ্রাম : পানির জার-বোতলের গায়ে লাগানো স্টিকার চকচক করছে। যাতে খেলা মিনারেল ওয়াটার। বিশুদ্ধ খাবার পানি। বুধবার (২২ মার্চ) ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে দেখতে পেলেন পুকুরের পানিভর্তি সারি সারি জার। ওই পানিতে বিন্দু পরিমাণ ‘মিনারেল’ নেই। ফলে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ব্যবসার দায়ে ওই মিনারেল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।

তিনি জানান, দোয়াজীপাড়া এলাকায় কোন কেমিস্ট ছাড়াই পুকুরের পানি জারে ভরিয়ে মিনারেল ওয়াটার তৈরি করে বিক্রির খবরে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে গিয়ে দেখা যায়, ‘চট্টলা ড্রিংকিং ওয়াটার’ নামে এ কারখানায় বিএসটিআই এর কোন অনুমোদন ছাড়াই জারের গায়ে স্টিকার লাগিয়ে মিনারেল ওয়াটার নামে বিক্রির জন্য রাখা হয়েছে। কোন কেমিস্ট ও পিউরিফাই ছাড়াই পাশের পুকুরের পানি জারে ভরিয়ে গত ৩ বছর থেকে তারা ব্যবসা করছিল। যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও বেআইনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লংঘনের দায়ে কারখানার মালিক ইয়াহিয়া নিজামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পানির ব্যবসা করার অপরাধে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন