
চট্টগ্রাম : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ কলোবাজারে বিক্রির সময় এক ডিলারসহ ৪জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।আটকরা হলো- টিসিবির ডিলার দোলন বড়ুয়া, তার সহযোগী দিলীপ বড়ুয়া, ট্রাকের ড্রাইভার ইমদাদুল হক ও দোকানের মালিক জাহাঙ্গীর আলম।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অক্সিজেন মোড়স্থ জামাল হোটেলের পার্শ্বে মসজিদ গলি জাহাঙ্গীর স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন : দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কমান্ডার শুভ চাকমা নিহত
আরো পড়ুন : সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু সিএমপি’র ট্রাফিক বিভাগে
বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার এ তথ্য জানিয়ে বলেন, ‘টিসিবির পেঁয়াজ দোকানে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে আমরা জাহাঙ্গীর আলমের দোকানে গিয়ে ৭ বস্তা পেঁয়াজ জব্দ করি। এসময় জড়িত ৪জনকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।