যোগ্যতা ও মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে নারী : কামরুন মালেক

ফ্যাশন ফেস্টের উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক

চট্টগ্রাম : নারী তার নিজের মেধা ও যোগ্যতা দিয়েই এগিয়ে যাবে। প্রয়োজন সহযোগিতা, প্রয়োজন প্রেরণা। একসময় মেয়েরা রক্ষণশীল থাকলেও এখন আর ঘরে বসে নেই। এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে। সবার সহযোগিতা পেলে নারীরা যোগ্যতা ও মেধা দিয়ে অনেক দূর যেতে পারবে।

বুধবার (৪ ডিসেম্বর) উইম্যান চেম্বারের ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলার প্রদর্শনী হলে ৫ দিনের ফ্যাশন ফেস্টের উদ্বোধনকালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর কামরুন মালেক এসব কথা বলেন।

আরো পড়ুন : পথচারীকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনতাই চেষ্টা, আটক ৩
আরো পড়ুন : বিবাহ গোপন রাখায় স্বামীকে কুপিয়ে জখম

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান প্রমুখ। উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপের অ্যাডমিন নিলুফা আক্তার, রুপা ও লুৎফুন্নেসা রুম্পা।

৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফ্যাশন ফেস্ট। এতে পার্লার, বুটিকস, প্রসাধন, অলংকার, জুতা, ব্যাগ, মেহেদিসহ নানা ধরনের ঘরোয়া খাবারের স্টল রয়েছে।

শেয়ার করুন