গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬ শ্রমিক আহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

চট্টগ্রাম : জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌণে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব(১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম।

আরো পড়ুন : প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই
আরো পড়ুন : ঝাঁজ কমছে পেঁয়াজের, বন্দরে আরো ৩ হাজার টন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার সময় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাত ১০টা ৫৭ মিনিটে খবর পেয়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের লোকজন। তবে তারা পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা দেয়।

ইপিজেড থানার এ এস আই নাসির উদ্দিন জানান, সল্টগোলা ক্রসিং নিউমুরিং এলাকায় যে ওয়ার্কশপটিতে দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা সবাই ওই ওয়ার্কশপের শ্রমিক।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী জানান, শ্রমিকরা ওয়ার্কশপটির বাইরে রাস্তার উপর ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে বিস্ফোরণ ঘটে উপরের দিকে উঠে যায়। সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তবে ওয়ার্কশপের ভিতরে ঘটনাটি ঘটলে তা আরো ভয়াবহ হত।

শেয়ার করুন