খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

খাগড়াছড়ির মাটিরাংগা ও মানিকছড়িতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা সদর থেকে ভিজিডির চাল উত্তোলন করে ব্যাটারি চালিত টমটম যোগে বাড়ি ফেরার পথে উপজেলার ১০নং এলাকায় টমটম থেকে পড়ে গিয়ে রিতা রাণী ত্রিপুরাসহ চার যাত্রী মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিতা রানী ত্রিপুরা মারা যায়।

খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎধীন আহতরা হলো, রমনা দেবী ত্রিপুরা, নৃত্যবালা ত্রিপুরা, মনোরানী ত্রিপুরা ও শিশু দিনা ত্রিপুরা। নিহত রীতা রানী ত্রিপুরা ও আহতরা সকলেই মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা বলে সংশ্লিষ্ট মেম্বার অমৃত কুমার ত্রিপুরা জানান।

অন্যদিকে, মানিকছড়ি উপজেলার বড় ডলু এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম(১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমিনুলের মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন